প্রতিদিন আমাদের অনেক জাইগা থেকে অনেক পোষ্ট া ক্লিক করলেই দেখি বিরক্তিকর adf.ly লিঙ্ক। এ যেন নিয়মিত বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দরকারি সময়ে ৫ সেকেন্ড ওয়েট করার ফালতু সময় কার আছে। তারপর আবার অ্যাড স্কিপ কর।
প্রথমে এই লিঙ্কে গিয়ে গ্রিজমাংকি এডঅনটা ইন্সটল করে নিন। ব্রাউজার রিস্টার্ট করুন। তারপর এই লিঙ্কেগিয়ে স্ক্রিপটা ইন্সটল করে নিন। ব্রাউজার রিস্টার্ট করুন। কাজ শেষ!
_______________________
তারপর যে কোন adf.ly লিঙ্ক েএ ক্লিক করে দেখুন। সব খেল খতম।
সবকিছু ঠিকমত করতে পারলে লিঙ্কটি সুন্দরভাবে অটোম্যাটিক্যালি বাইপাস হয়ে যাবে। মজাই মজা
সেই বিরক্তি থেকে মুক্তি দিতে নিয়ে আসলাম একটি ট্রিক।
গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা- প্রথমে এখান ক্লিক করুন। তারপর যে পেজ টি আসবে সেখানে ছবির যে জাইগাই ক্লিক করতে বলা হয়েছে সেখানে ক্লিক করুন।
তারপর এই লিঙ্ক এ গিয়ে স্ক্রিপটা ইন্সটল করে নিন। Install বাটনে ক্লিক করার পর OK দিন। ব্যাস, হয়ে গেল।
মোজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা-
প্রথমে এই লিঙ্কে গিয়ে গ্রিজমাংকি এডঅনটা ইন্সটল করে নিন। ব্রাউজার রিস্টার্ট করুন। তারপর এই লিঙ্কেগিয়ে স্ক্রিপটা ইন্সটল করে নিন। ব্রাউজার রিস্টার্ট করুন। কাজ শেষ!
_______________________
তারপর যে কোন adf.ly লিঙ্ক েএ ক্লিক করে দেখুন। সব খেল খতম।
সবকিছু ঠিকমত করতে পারলে লিঙ্কটি সুন্দরভাবে অটোম্যাটিক্যালি বাইপাস হয়ে যাবে। মজাই মজা
0 comments:
Post a Comment