ছু-মন্তর, গায়েব adf.ly অ্যাড- বিরক্তিকর লিঙ্ক রিডাইরেক্টর adf.ly লিঙ্ক বাইপাস!

প্রতিদিন আমাদের অনেক জাইগা থেকে অনেক পোষ্ট া ক্লিক করলেই দেখি বিরক্তিকর adf.ly লিঙ্ক। এ যেন নিয়মিত বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। X( দরকারি সময়ে ৫ সেকেন্ড ওয়েট করার ফালতু সময় কার আছে। তারপর আবার অ্যাড স্কিপ কর।
সেই বিরক্তি থেকে মুক্তি দিতে নিয়ে আসলাম একটি ট্রিক।



গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা- প্রথমে এখান ক্লিক করুন। তারপর যে পেজ টি আসবে সেখানে ছবির যে জাইগাই ক্লিক করতে বলা হয়েছে সেখানে ক্লিক করুন।


তারপর এই লিঙ্ক এ গিয়ে  স্ক্রিপটা ইন্সটল করে নিন। Install বাটনে ক্লিক করার পর OK দিন। ব্যাস, হয়ে গেল।


মোজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা-

প্রথমে এই লিঙ্কে গিয়ে গ্রিজমাংকি এডঅনটা ইন্সটল করে নিন। ব্রাউজার রিস্টার্ট করুন। তারপর এই লিঙ্কেগিয়ে স্ক্রিপটা ইন্সটল করে নিন। ব্রাউজার রিস্টার্ট করুন। কাজ শেষ! :D



_______________________

তারপর যে কোন adf.ly লিঙ্ক েএ ক্লিক করে দেখুন। সব খেল খতম।

সবকিছু ঠিকমত করতে পারলে লিঙ্কটি সুন্দরভাবে অটোম্যাটিক্যালি বাইপাস হয়ে যাবে। B-) মজাই মজা

0 comments:

Post a Comment

 

প্রযুক্তির ব্লগ Copyright © 2011-2012 | Powered by Blogger