আসছে মুসলিম ফেইসবুক!!!!!!!

মুসলমানদের জন্য ফেইসবুকের আদলে নতুন সামাজিক যোগাযোগ সাইট চালু করার ঘোষণা দিয়েছেন তুরস্কের একদল ব্যবসায়ী।

'সালামওয়ার্ল্ড ডটকম' নামের এ সাইটটি আগামী বছরই চালু করা হবে। সাইটটির ভাইস প্রেসিডেন্ট আখমেদ আজিমভ বলেন, 'সামাজিক যোগাযোগের অনেক সাইটেই বর্তমানে ধর্ম নিয়ে কুৎসা রটনাসহ আপত্তিকর ছবি প্রকাশিত হচ্ছে। আমরা ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে একটি সুস্থ ধারার সামাজিক যোগাযোগ সাইট চালু করতে যাচ্ছি।'
জানা গেছে, সাইটের কনটেন্ট মডারেট করার জন্য সাইটটির নিজস্ব জনবলের পাশাপাশি ব্যবহারকারীকেও কনটেন্ট মডারেশনের ক্ষমতা দেওয়া হবে। সামাজিক যোগাযোগ সুবিধার পাশাপাশি বিভিন্ন শহরের মসজিদ এবং হালাল খাবার পাওয়া যায় এমন রেস্টুরেন্টের লোকেশন ম্যাপসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে সাইটটিতে।
ইস্তাম্বুলে সাইটটির প্রধান কার্যালয় স্থাপনের পাশাপাশি মস্কো এবং কায়রোসহ ৩০টি দেশে সাইটটির কার্যালয় চালু করা হবে। আর চালুর তিন বছরের মধ্যে পাঁচ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য রয়েছে সাইটটির।

সূত্র : এএফপি

0 comments:

Post a Comment

 

প্রযুক্তির ব্লগ Copyright © 2011-2012 | Powered by Blogger