MAC এড্রেস পরিবর্তন করুন, ISP কে বোকা বানান :D

আমরা যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি তারা অন্য কোন কম্পিউটারে কানেকশনটি ব্যবহার করতে পারি না। কারণ, Local ISP সংযোগ প্রদানের সময় ল্যান কার্ডের Physical Address বা MAC Address টি নেয় এবং শুধুমাত্র ঐ MAC কেই নেটওয়ার্কে এক্সেস করার অনুমতি দেয়। যার ফলে আমরা অন্য পিসিতে একই কানেকশন ব্যবহার করতে পারি না। কিন্তু MAC Address Changer ব্যবহার করে সার্ভিস প্রোভাইডারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্য পিসিতেও একই সংযোগ ব্যবহার করতে পারবেন।

যে পিসিতে সংযোগটি ব্যবহার করবেন সেটিতে সফটওয়্যারটি ইন্সটল করে নিন। এতে নেটওয়ার্ক কানেকশনটি এবং নেটওয়ার্ক কার্ডের MAC Address দেখতে পাবেন। এখন Change MAC বাটনে ক্লিক করে উপরের খালি বক্সে আপনার NIC এর MAC Address টি টাইপ করে Change Now! বাটনে ক্লিক করলে সাথে সাথে MAC Address টি পরিবর্তন হয়ে যাবে। এবার IP বসিয়ে পিসি Restart করুন এবং
উপভোগ করুন।সফটওয়্যার টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

1 comments:

Unknown said...

but ami qubee'r mac change korte parchi na..

Post a Comment

 

প্রযুক্তির ব্লগ Copyright © 2011-2012 | Powered by Blogger