মোবাইল এ বাংলা (১) আজকের বিষয় - পড়া

আমরা অনেক সময় মোবাইল এ ইন্টারনেট ব্যাবহার করি। তখন অনেক সময় বাংলা ফন্ট নিয়ে সমস্যাই পড়ি। সে জন্য আমি আজ থেকে এটা নিয়ে ধারাবাহিক পোষ্ট শুরু করলাম।  আজকের বিষয়ঃ কিভাবে মোবাইল এ বাংলা পড়া যাই।



প্রথমে www.operamini.com সাইট থেকে অপেরা মিনি ডাউনলোড করে নিন।যাদের মোবাইল এ আগে থেকেই অপেরা মিনি আছে তাদের আর ডাউনলোড করার দরকার নেই।

তারপর সেটি ইন্সটল করার দরকার হলে ইন্সটল করে ওপেন করুন।

 

এখন এড্রেস বারে www লেখাটি মুছে সেখানে লিখুন opera : config এবং ok দিন


তারপর যে পেজ টি আসবে তার একদম শেষে যান। সেখানে Use bitmap fonts for complex scripts অপশন টি No থেকে yes করে দিন এবং Save দিন


ব্যাস কাজ শেষ। এবার অপেরা মিনি টি exit করে ওপেন করুন। আপনার মোবাইল এ ওপেন হবে এখন বাংলা।

0 comments:

Post a Comment

 

প্রযুক্তির ব্লগ Copyright © 2011-2012 | Powered by Blogger